কলকাতা: কলকাতার গড়বেতা গণহত্যা মামলায় অভিযুক্ত রাজ্যের সাবেক মন্ত্রী ও গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষকে শনিবার কলকাতার ভবানী ভবনে দফায় দফায় জেরা করেছে সিআইডি।
সূত্র জানায়, সিআইডির জিজ্ঞাসাবাদে তিনি বলেন, অজয় আচার্য যেদিন খুন হন সেদিন বাবার অসুস্থতার কারণে তিনি কলকাতায় ছিলেন।
উল্লেখ্য ২০০২ সালের ২২ সেপ্টেম্বর তৃণমূল কর্মী অজয় আচার্য খুন হন।
সিআইডি তাকে নিয়ে গড়বেতা তল্লাশি অভিযান চালাবেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যে তার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের বাড়িতে ৯ জনের সিআইডির একটি দল গেছেন । পরে তার গড়বেতার বেনাচাপড়ার গ্রামের বাড়িতে তল্লাশি করবেন।
তার বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ আনা হয়েছে।
শনিবার দুপুরে কলকাতায় তার ডি এল খান রোডের সরকারি বাসভবনে তল্লাশি করা হয়। বাড়িটি সিল করা হয়েছে। সুশান্ত ঘোষের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, সুশান্ত ঘোষকে সিআইডি কর্তৃক গ্রেফতারের পর ১১ই আগস্ট তার জামিন বাতিল কওে ঝাড়গ্রাম আদালত। এরপরে সাত দিনের জন্য সিআইডি তাকে রিমান্ডে নেয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১