ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

কলকাতা: ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার বাংলাদেশের ছিটমহল মধ্য মশালডাঙায় মোটরসাইকেলের ধাক্কায় ফতেমা বেওয়া (৭০) নামে এক বাংলাদেশি ছিটমহলবাসীর মৃত্যু হয়েছে।

ছিটমহল সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বাংলানিউজকে জানান, ‘এ দিন পৌনে ১২টার দিকে নাগাদ বাংলাদেশ সীমান্ত্বর্তী গ্রাম দিঘলটারি থেকে নাজিরহাট আসার একমাত্র রাজ্য সড়কে যার ২৭০ মিটার বাংলাদেশি ছিট মধ্য মশাল ডাঙার ওপর দিয়ে দিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।



তিনি আরও জানান,‘ভারতীয় মোটরসাইকেল আরোহি লক্ষণ ঘোষ (৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা দেন।

তাকে চিকিৎসার জন্য দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বুড়িরহাটে তার মৃত্যু হয়। ’

দীপ্তিমান সেনগুপ্ত অভিযোগের সুরে বলেন,‘ যিনি মারা গেলেন তিনি শুধুমাত্র ছিটমহলের বাসীন্দা হওয়ার কারণে কোনরকম বীমা বা আর্থিক সহায়তা পাবেন না। কোন আইনী ব্যবস্থা নেওয়ায়ও যাবে না। ’

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।