কলকাতা: রাজ্যে আপাতত বিধান পরিষদ গঠন হচ্ছে না বলে মঙ্গলবার জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকারের ৯০ দিনের কাজের হিসেব দেন।
মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশে বলেন, ‘হরতাল, অবরোধ বন্ধ করতে হবে। ধর্মতলায় নির্দিষ্ট জায়গায় মিটিং-মিছিল হবে। ’
এর পাশাপাশি মমতা ব্যানাজি এও জানান, শিক্ষা গ্রামীন উন্নয়ন, ৭৯ হাজার ছেলেমেয়ের কাজের নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে ।
এদিন স্পিকার বিমান ব্যানার্জি বলেন, ‘বিধান পরিষদ গঠনে বিরোধীদের সঙ্গে ঐক্যমত না হওয়ায় আপাতত বিষয়টির ওপর স্থগিতাদেশ দেওয়া হলো। রাজ্যনৈতিক ঐক্যবজায় রাখতে চান মুখ্যমন্ত্রী। ’
উল্লেখ্য, এই বিষয়টির দায়িত্বে আছেন তথ্য ও শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
ভারতীয় সময়: ১৫২০ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১