কলকাতা: অনশনের নবম দিন বুধবার রামলীলা ময়দান থেকে জনতার উদ্দেশে আন্না হাজারে বলেছেন, লোকপাল বিলের আওতায় সবাইকেই আনতে হবে।
দুর্নীতিবিরোধী লড়াইয়ে অবতীর্ণ ভারতের এ প্রবীণ রাজনীতিক বলেন, ‘দুর্নীতি সর্বত্র ছড়িয়ে আছে।
তিনি আরও বলেন, ‘রাজ্যে রাজ্যে লোকায়ুক্ত গঠন করতে হবে। তার ক্ষমতা লোকপালের সমান হবে। অর্থাৎ প্রয়োজনে শাস্তি দিতে অথবা বরখাস্ত করতে পারবে। কিন্তু সরকার তা মানতে চাইছে না। সরকারের পরিকল্পনা অস্বচ্ছ। ’
তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘মরতে তো হবেই। কাজে লড়তে লড়তে মরাই ভাল। তাহলে মানুষ মনে রাখবে। আমি নিরাশ হব না। আমাদের লড়াই সবে শুরু হয়েছে অনেক কাজ বাকি। লম্বা সফর। মানুষের শক্তিই আমার শক্তি। হিন্দু-মুসলিম-খ্রিস্টান সবাই একত্রিত হয়ে আমার লড়াইয়ে হাত মিলিয়েছে এটাই বড় পাওনা। ’
এদিন বিজেপি নেতা বরুণ গান্ধী রামলীলা ময়দানে আন্না হাজারের সঙ্গে দেখা করেন।
এদিকে সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের কাছ থেকে প্রধানমন্ত্রী আন্নার শরীরের খোঁজ নেন। তাঁর শরীরে গ্লুকোজ কমে যাওয়ায় তিনি তাকে গ্লুকোজ নেওয়ার অনুরোধ জানান।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১