ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে আবার হরতাল

রক্তিম দাশ, সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

কলকাতা: জঙ্গলমহলে ফের হরতালের রাজনীতি শুরু হয়েছে। বুধবার জনসাধারণের কমিটির ডাকে জঙ্গলমহলে ২৪ ঘণ্টার হরতাল চলছে।



জঙ্গলমহল থেকে যৌথবাহিনী তুলে নেওয়ার পাশাপাশি ছত্রধর মাহাতোর বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদ, এলাকায় নতুন করে সন্ত্রাস এবং তৃণমূলের ভৈরববাহিনীর অত্যাচারের প্রতিবাদে এ হরতাল ডেকেছে কমিটি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম শহরে হরতালের প্রভাব পড়েছে। দোকানপাট সব বন্ধ। এলাকার স্কুল-কলেজে বন্ধ রয়েছে। যানবাহনও কম চলছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক। মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

এদিকে বাঁকুড়ার একাংশে রানীবাঁধ ও অযোধ্যা পাহাড়ে হরতালের সাড়া পাওয়া গেছে।

এর আগে গত মঙ্গলবার হরতালের বিরোধিতা করে মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘হরতাল শেষ অস্ত্র হওয়া উচিত। এর মাধ্যমে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি করা উচিত নয়। ’

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।