কলকাতা: রাজ্যে সরকারি কাজে নবনিযুক্ত চিকিৎসক ও নার্সদের পেশায় আরও আন্তরিক হবার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার কলকাতার টাউন হলে নবনিযুক্ত চিকিৎসক ও নার্সদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা-স্বাস্থ্য পরিসেবা ঢেলে সাজানোর পরিকল্পনা আছে সরকারের। শূন্যস্থানগুলি পূরণ করেছে নতুন সরকার। ’
তিনি বলেন, ‘চিকিৎসকদের সাহায্য করেন নার্সরা। তারাই রোগীর প্রাথমিক চিকিৎসা করেন। সিনিয়র চিকিৎসকরা ২০ বছর ধরে ইঞ্জেকশন দিতে হয়নি বলে কাজটা ভুলে গেছেন। অনেক জায়গায় নার্সরা উপস্থিত বুদ্ধি দিয়ে চিকিৎসকের কাজ চালান। ’
মুখ্যমন্ত্রী নার্সদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের মাটিতে সেবা করতে পারার সুযোগ বড় সুযোগ। বছরে ৪০ হাজার শিশু মারা যায়। এজন্য প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। ’
তিনি আরও বলেন, ‘মাটির প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। এটা আমাদের কর্মভূমি। এখানকার মেধা নিয়ে বিদেশে কাজ চলছে। আমরা পয়সার অভাবে তাদের ধরে রাখতে পারছি না। ’
কর্মসংস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা নার্স-ডাক্তারি নিয়ে পড়ছেন তাদের সকলের কাজ দেবে সরকার। আপনারা এখানে বসে এম এস ও এম ডি করুন। ’
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১