ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজীব গান্ধীর হত্যাকারীদের ফাঁসি ৯ সেপ্টেম্বর

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, আগস্ট ২৭, ২০১১
রাজীব গান্ধীর হত্যাকারীদের ফাঁসি ৯ সেপ্টেম্বর

কলকাতা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার ঘটনায় অভিযুক্ত, মৃত্যুদ-প্রাপ্ত তিনজনের ফাঁসি হবে আগামী ৯ সেপ্টেম্বর। তামিলনাড়– রাজ্যে ভেলোর জেলের সুপার এ আরিভুদাইনাম্বি শনিবার একথা জানিয়েছেন।



এদিন তিনি বলেন , ‘এই জেলেই মুরুগান, সান্থান ও পেরাইভালামের ফাঁসি হবে ওই দিন ভোর বেলায়। এখন  থেকে এই তিনজনের গতিবিধি নিয়ন্ত্রিত করা হবে। ’

তিনি আরও বলেন, ‘এদের পরিবারের লোকদের সঙ্গে অবশ্য তাদের দেখা করতে দেওয়া হবে। ’

উল্লেখ্য, ১৯৯১ সালে ২১ মে ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে চেন্নাইয়ের শ্রী পেরাম্বুদুরে এক নির্বাচনী প্রচারে গিয়ে মানববোমা বিস্ফোরনে মারা যান।

১৯৯৮ সালে ২৬ জন অভিযুক্ত ব্যক্তিদের সাজা ঘোষিত হয়। এর মধ্যে মুরুগান, সান্থান, পেরাইভালাম ও নলিনীর ফাঁসির আদেশ হয়।

পরে সোনিয়া গান্ধীর আবেদনে নলিনীর মৃত্যুদ- রদ হয়। গত ১১ আগস্ট রাষ্ট্রপতি প্রতিভা পাটিল অভিযুক্তদের মুক্তির আবেদন খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।