ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মশা মারতে কামান নয়, আসছে অত্যাধুনিক প্রযুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
মশা মারতে কামান নয়, আসছে অত্যাধুনিক প্রযুক্তি মশা

কলকাতা: মশা মারতে কামান নয়, ‘স্মার্ট মস্কুইটো ডেনসিটি সিস্টেম’ নামে এক ধরনের অপটিক্যাল সেন্সর নিয়ে আসছে ভারত। এই সেন্সরের মাধ্যমে মশার প্রজননস্থল, প্রজাতি ও ঘনত্ব সম্পর্কে তথ্য চলে আসবে কর্তৃপক্ষের কাছে।

এরইমধ্যে এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব ভারত সরকারের সংশ্লিস্ট মন্ত্রণালয়ে চলে গেছে।

প্রস্তাব উত্থাপনকারী সংস্থার তথ্য মতে, মশা খুব বেশি জ্বালাতন করছে এমন এলাকাগুলোতে এই অপটিক্যাল সেন্সর বসান হবে।

সেন্সরের মাধ্যমে পাওয়া যাবে ওই এলাকায় মশার প্রজননস্থল, ঘনত্ব ও প্রজাতি সম্পর্কে তথ্য।

ফলে প্রয়োজন বিচার করে মশক নিধনে স্প্রে’র ধরনও বদল করা যাবে। ওই পদ্ধতিতে একদিকে যেমন খরচ কমবে সরকারের, অন্যদিকে মশা নিধনের ক্ষেত্রেও ওষুধের কার্যকারিতা বাড়বে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের ৯৫ শতাংশ নাগরিক ম্যালেরিয়া প্রবণ এলাকায় বাস করেন। সারাবিশ্বে ম্যালেরিয়াতে যত মৃত্যু হয়, তার ৫ শতাংশই হয় ভারতে।

এছাড়াও মশাবাহিত ভাইরাস ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সমস্যাও প্রকট ভারতে। মশা নিধনে আধুনিক প্রযুক্তি ব্যবহার হলে এই পতঙ্গবাহিত রোগ অনেকটাই কমতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের।

এখন অপেক্ষা ভারত সরকারের সবুজ সংকেতের। তারপরই শুরু হতে পারে অত্যাধুনিক এই প্রযুক্তিতে মশা নিধন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।