কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে বুধবার মহাকরণে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন।
মহাকরণ সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ ধরে একান্তে বৈঠক করেছেন মমতা ও মেনন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার জন্য মমতা আগামী ৪ সেপ্টেম্বর রাতের বিমানে দিল্লি যাবেন।
নিরাপত্তাজনিত কারণে ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর সফরসূচির চূড়ান্ত রূপরেখা এখনও প্রকাশ করা হয়নি সরকারিভাবে। প্রধানমন্ত্রী পদে আসার পর কোনোদিন বাংলাদেশ সফরে যাননি প্রধানমন্ত্রী মনমোহন সিং। মমতাও মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম বাংলাদেশ যাচ্ছেন। রাজনৈতিক দিক থেকে বিচার করলে এ সফরের গুরুত্ব অনেক।
ভারতের কূটনৈতিক মহলের ধারণা, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের ফলে দু’দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে। তবে এ সফরে এই দুই জাতীয় নেতার নিরাপত্তার বিষয়টি যে বেশ গুরুত্বপূর্ণ, তা মহাকরণে এসে মেননের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টিতেই পরিষ্কার হয়ে উঠেছে।
যদিও এই বৈঠকের বিষয়ে সরকারিভাবে দুজনেই কিছু বলতে চাননি।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১