ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আসছেন চিদাম্বরম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, সেপ্টেম্বর ১৭, ২০১১
কলকাতায় আসছেন চিদাম্বরম

কলকাতা: জাতীয় নিরাপত্তা বাহিনী (এনএসজি) পূর্বাঞ্চলীয় হাব উদ্বোধন করতে কলকাতায় আসছেন  ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। কলকাতার কাছে মধ্যম গ্রামের বাদুতে এই কেন্দ্র তৈরি হবে।



এছাড়াও কলকাতা বিমানবন্দরের কাছে পূর্বাঞ্চলের এনএসজির ট্রেনিং সেন্টার তৈরি হবে। রাজ্যে একটি ফাইন্যানসিয়াল হাব তৈরির কথাও ভাবছে সরকার।

এই এনএসজি হাব হলে প্রাকৃতিক বিপর্যয়, জঙ্গী হানা, সন্ত্রাসবাদী আক্রমনের হাত থেকে রাজ্যকে দ্রুত রক্ষা করা যাবে।

রাজ্যে মাওবাদিরা আবার নতুন করে ঘাটি তৈরি করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম কয়েকদিন আগে ঘোষণা করেন। সেক্ষেত্রে এনএসজি হাব হলে কেন্দ্রের কাছে রাজ্যকে সাহায্য চাইতে হবে না।

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমাতি চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশন তার দাবি মঞ্জুর করেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হওয়ায় তাকে কিছু বিধি-নিষেধ মেনে চলতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।