পুদুচেরি: চেন্নাই থেকে ১২৫ কিলোমিটার দূরে তিনদিভানাম শহরে একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণীর পরীক্ষা দিলেন একজন ‘হাই প্রোফাইল স্টুডেন্ট’। তিনি আর কেউ নন, ওই রাজ্যেরই শিক্ষামন্ত্রী পিএমএল কল্যাণসুন্দরম।
কারণ ওই মন্ত্রী মহাশয় দশম শ্রেণী পাসের আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। এখন তিনি শিক্ষাগত যোগ্যতার সেই দুর্বলতা ঘোঁচাতে চান। আর তাই এই প্রচেষ্টা।
অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে বৃহস্পতিবার তিনি বিজ্ঞান পরীক্ষা দিয়েছেন। একটি জরুরি সভা থাকায় শুক্রবারের পরীক্ষায় অংশ নিতে পারেননি।
কল্যাণসুন্দরমের বয়স এখন ৩৪। তিনি পুদুচেরির (সাবেক পন্ডিচেরি) একটি সরকারি স্কুলে পড়তেন। ১৯৯১ সালে ক্লাস টেনের পরীক্ষায় বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে ফেল করার পর তিনি আর স্কুল মুখো হননি। তো পড়াশোনা বাদ দিলে আর থাকে কি? টো টো কোম্পানির ম্যানেজার না হয়ে তখন থেকেই বড় ভাইয়ের সঙ্গে বালুর ব্যবসায় মনোযোগ দেন।
এর দশ বছর পর তিনি রাজনীতিতে যোগ দেন। পড়াশোনায় ফেল মারলেও রাজনীতির মাঠে কিন্তু তিনি পাস করেছেন। ২০০৬ সালে বিজেপির টিকিট পেয়ে নির্বাচনে দাঁড়িয়ে তিনি জিতে যান।
মন্ত্রী স্কুলের পড়া শেষ করে আরও ডিগ্রি অর্জন করতে চান। তিনি বলেন, ‘আমার বন্ধুর সহযোগিতায় পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি। বৃহস্পতিবার আমি বিজ্ঞান পরীক্ষা দিয়েছি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে হবে বলে শুক্রবার সমাজ বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারিনি। ’
তিনি বলেন, বিজ্ঞান পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করি ৬০ নম্বরের বেশি পাব। মন্ত্রী ১৯৯১ সালে তামিল ভাষায় পেয়েছিলেন ৪৮, ইংরেজিতে ৪৭ ও অংকে পেয়েছিলেন ৭৫।
মন্ত্রী জানান, মন্ত্রী হওয়ার পর তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনেও ভর্তি হয়েছেন।
কল্যাণসুন্দরম বলেন, ‘অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল টাকা দিয়ে ডিগ্রি কেনার জন্য। কিন্তু আমি তা করিনি। আমি সত্যিকারভাবে পড়াশোনা করেই ডিগ্রি নিতে চাই। ’
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১১