কলকাতা: আজ (সোমবার) মহাসপ্তমী। কলাবউ স্নানের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে সূচনা হয়ে গিয়েছে মহাপূজার আয়োজন।
সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে কলাবউ স্নানের দৃশ্য চোখে পড়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী কলাবউ হলেন গণেশের স্ত্রী। কিন্তু পুরাণ মতে মা দুর্গাকে গঙ্গাস্নানে না নিয়ে জলের নিচে কলাগাছের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করানো হয়। দেবীকে নয়টি রূপে এখানে কল্পনা করা হয়।
এদিকে মহাসপ্তমীর সকাল থেকেই কলকাতার প্রতিটি নামকরা মণ্ডপেই ছিল ব্যাপক দর্শক সমাগম। অনেকেই পরিবারের হাত ধরে সকাল বেলাই বেরিয়ে পড়েছেন প্রতিমা দর্শনে। পিছিয়ে নেই সদ্য আলাপ হওয়া তরুণ-তরুণীরাও। সকলের একটাই উদ্দেশ্য। যত বেশি সম্ভব প্রতিমা দেখা। নিজেদের মধ্যে চলছে তারই প্রতিযোগিতা।
অন্যদিকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তা ও যানজট এড়াতে পূজোর দিনগুলোতে বিকাল ৪ টা থেকে পরের দিন সকাল পর্যন্ত সিএনজি ও রিকশা চলাচল মহানগরীতে বন্ধ করে দেওয়া হচ্ছে।
বাস, ট্রাম, মেট্রো ও রেল পরিষেবা এই কদিন দিন রাত সব সময় পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১