ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে শ্রমিকদের ন্যূনতম বেতন বেঁধে দিল রাজ্য সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, অক্টোবর ২৬, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গে দক্ষতা অনুযায়ী শ্রমিকদের দৈনিক ও মাসিক বেতন নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। বুধবার রাজ্য সরকারের তরফে এ ঘোষণা দেওয়া হয়।

রাজ্য সরকারের শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়, সংগঠিত ও অসংগঠিত মিলিয়ে মোট ৩১টি ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম বেতন বেঁধে দেওয়া হয়েছে। নতুন আইন অনুযায়ী শ্রমিকদের ৪টি ভাগে ভাগ করা হয়েছে। অতি দক্ষ, দক্ষ, অল্প দক্ষ এবং অদক্ষ।
শ্রম মন্ত্রক জানিয়েছে, কলকাতাসহ সমগ্র শহরতলীর অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন হবে ৪ হাজার ২শ’ ১৮ রুপি এবং রাজ্যের অন্যত্র এ বেতন হবে ৩ হাজার ৭শ’ ৬২ রুপি।

দক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৫ হাজার ১শ ৪ রুপি, অল্প দক্ষদের ৪ হাজার ৬শ ৪০ রুপি।

রাজ্যের শ্রমমন্ত্রী পূণের্›দ বসু এ প্রসঙ্গে বলেন,‘প্রথমে ৫৪টি ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে ১০টি ক্ষেত্রের মালিকপক্ষ এ বেতন দিতে না রাজি হওয়ায় বিষয়টি বিচারাধীন রয়েছে। ’

অন্যদিকে, রাজ্যের সাবেক বামফ্রন্টের শ্রমমন্ত্রী অনাদী সাহু বলেছেন,‘বামফ্রন্ট সরকারের আমলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় তা তারা কার্যকর করা যায়নি। নতুন সরকার শুধুমাত্র সেটা কার্যকর করেছে। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।