কলকাতা: শুধুমাত্র আলোচনার জন্যই অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়ে দিল মাওবাদীরা। সেই সঙ্গে তারা এবার কড়া বার্তা দিল খোলা চিঠির মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।
শান্তি প্রক্রিয়া নিয়ে মধ্যস্থতাকারীদের চরম বার্তা দিয়ে মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ। ১৩ দফা দাবি নিয়ে এক খোলা চিঠি পাঠান।
এই চিঠিতে তিনি বলেন, অস্ত্র সমর্পণের নামে প্রতারণা করছে রাজ্যসরকার। সরকার আগে লিখিত মতামত জানাক। তবেই আলোচনা চলতে পারে।
চিঠিতে তিনি জানান, মাওবাদীরা যখন আলোচনার রাস্তায় যাচ্ছিল, সেই সময়ই রাজ্যসরকার যৌথ অভিযান চালায়।
তার কথায়, শুধুমাত্র আলোচনার জন্য অস্ত্র সমর্পণ করবে না তারা। পাশাপাশি তার অভিযোগ, শান্তি প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের উদ্যোগ আন্তরিক নয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাষাও অনাগরিক বলে মন্তব্য করেছেন আকাশ।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১