ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় গড়ে উঠবে টেক্সটাইল পার্ক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, নভেম্বর ১, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : রাজ্যে একটি টেক্সটাইল পার্ক গড়ে তোলার জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বিশ্বমানের একটি বস্ত্র শিল্প গড়ে তোলা হবে বলে জানা গেছে।

গোটা দেশে এ ধরনের ২১ টি টেক্সটাইল পার্ক গড়ে তুলবে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে মাত্র ত্রিপুরাতে হবে একটি মাত্র পার্ক।

সব মিলিয়ে খরচ হবে ভারতীয় টাকায় নয় হাজার কোটি টাকা। চার লক্ষ শ্রমিকের কর্ম সংস্থানের সুযোগ হবে এতে। আগামী ৩৬ মাসের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হবে বলে কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রক সূত্রে জানা গেছে।

দেশের এই ২১ টি টেক্সটাইল পার্কের জন্য টাকার যোগান দেবে বাণিজ্য এবং বস্ত্র মন্ত্রক। দেশের মধ্য থেকে ৫৫ টি প্রকল্প জমা পড়েছিল। তার মধ্য থেকে মন্ত্রক ২১ টি’কে বেছে নেয়। এই সব পার্ক’এ হোসিয়াির, সিল্ক, এ্যাপারেল, এবং গার্মেন্টস, কার্পেট প্রভৃতি জিনিস তৈরি হবে।

ত্রিপুরার বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, মঙ্গলবার জানিয়েছেন, রাজ্যে টেক্সটাইল পার্কটি গড়ে তুলবে মুম্বাইয়ের বেসরকারি সংস্থা এডিশন ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক। আগামী কিছু দিনের মধ্যেই তারা রাজ্যে এসে প্রবেন বলে মন্ত্রী আশা করছেন। ত্রিপুরায় টেক্সটাইল পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।


বাংলাদেশ সময়: ২১৫৫ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।