ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গিদের টার্গেটে সোনিয়াসহ ভারতের শীর্ষ নেতৃবৃন্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১১
জঙ্গিদের টার্গেটে সোনিয়াসহ ভারতের শীর্ষ নেতৃবৃন্দ

কলকাতা: ভারতের ইনটেলিজেন্ট বুরো (আইবি ) সোমবার দেশের ৩৬জন ভিআইপিকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা  জঙ্গীদের টার্গেটে রয়েছেন।

আইবি সূত্রে জানা গেছে, পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে লস্কর-ই-তৈয়বা ও জৈশি মহম্মদ এই আক্রমন চালাতে পারে বলে আশঙ্কা।



জেড ক্যাটাগরির এই ভিআইপিদের লিস্টে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী , সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, বিরোধি দলনেতা লালকৃষ্ণ আদভানি, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন।
 
উত্তর প্রদেশ ও গুজরাটের সরকারকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বিশেষভাবে নজর রাখা হয়েছে।
 
ইনটেলিজেন্ট ব্যুরো সতর্ক করে দিয়ে বলেছে, উল্লেখিত ভিআইপি’রা যেন কোন ব্যক্তির সঙ্গে দেখা না করেন। কোন রকম উপহার তারা গ্রহন না করেন।   সেইসঙ্গে তারা জনসভাগুলিতে সাধারণ জনতার কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় না করেন।
 
নয়াদিল্লিতে বিস্ফোরনের পরে জঙ্গীরা আবার আক্রমনের চেষ্টা করছে। সে ব্যাপারে ভিআইপিদের সব রকম নিরাপত্তা নেওয়ার কথাও বলেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।