কলকাতা: রাজ্যের জেলা সফরের দ্বিতীয় দিনে শনিবার বীরভূমে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর জেলার উন্নয়নের একগুচ্ছ প্রকল্প রুপায়নের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন দুপুরে বোলপুর মহকুমা শাসকের অফিসে জেলাশাসক, পুলিশসুপার, মহকুমা শাসক, বিডিও ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
মূলত জেলার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সমস্যা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন ভাতা সঠিক জায়গায় পৌছানো, ১০০ দিনের কাজের সঠিক রুপায়ন প্রভৃতি বিষয়ের উপর এদিনের বৈঠকে বেশি প্রাধান্য পায় বলে প্রশাসনিক সুত্রে জানা গেছে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, এই জেলার প্রভূত উন্নয়ন প্রয়োজন। জেলার প্রতিটি মহকূমা হাসপাতালে ব্লাডব্যাঙ্ক, ব্লকে ব্লকে হিমঘর, জেলায় আরটিও অফিস, সংখ্যালঘু দপ্তর, ২৫টি প্রাথমিক, ২৮২টি আপার প্রাইমারি স্কুল তৈরির কথা ঘোষণা করেন।
তাছাড়া জমির পাট্টা বিলির পাশাপাশি সার নিয়ে কালোবাজারি বরদাস্ত করা হবে না বলেও এদিন মুখ্যমন্ত্রী জানান। বোলপুরের পর এদিনই বর্ধমান জেলায়ও জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, নভেম্বর ১২, ২০১১