ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাহাড়ের ৩টি পৌরসভায় জয়ী মোর্চা, মিরিকে ভোট ১১ ডিসেম্বর

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩২, নভেম্বর ২১, ২০১১

কলকাতা: দার্জিলিং পাহাড়ের তিনটি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হলো গোর্খা জনমুক্তি মোর্চা। এগুলো হলো- দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়াং।

এই পৌরসভাগুলিতে নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ১১ ডিসেম্বর। কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় দার্জিলিংয়ের ৩২, কালিম্পংয়ের ২৩ ও কার্সিয়ং পুরসভার ২০ ওয়ার্ডে জয়ী হয় মোর্চা।

তবে এই তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হলেও মিরিকের ন’টি আসনের পাঁচটিতে একাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। ওই ৫টি আসনে ভোট নির্ধারিত ১১ ডিসেম্বরেই হবে। আসনগুলিতে লড়ছে প্রধানত গোর্খা জনমুক্তি মোর্চার বিক্ষুদ্ধ নেতারা।

উল্লেখ্য, পাহাড়ের ৪টি পৌরসভার নির্বাচনের দিন ঘোষণার পর শুধু মোর্চার পক্ষ থেকেই মনোনয়ন পত্র পেশ করা হয়। মনোনয়ন পত্র পরীক্ষা ও প্রত্যাহারের শেষ দিনে দেখা যায় শুধুমাত্র মিরিখ পৌরসভাতেই একাধিক প্রার্থী আছেন। অন্য ৩টি পৌরসভায় মোর্চা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও মিরিকের নির্বাচনের পরই ৪টি পৌরসভাতেই বোর্ড গঠন করা যাবে।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।