কলকাতা: ভারত-মিয়ানমার সীমান্তের মণিপুর রাজ্যে সোমবার সকালে ভূমিকম্প অনুভূত হয় বলে খবর পাওয়া গেছে।
মণিপুর রাজ্য প্রশাসন সূত্র বাংলানিউজকে জানায়, এদিন সকাল ৮টা ৪৭মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়।
উত্তরবঙ্গ ও মণিপুরে বিভিন্ন অংশের মানুষরা তা অনুভব করেন। পানি, বাড়ি-ঘরে মৃদু কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পরপরই আতঙ্কিত মানুষ বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। কিছুদিন আগে সিকিমের ভূমিকম্পের ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকায় মানুষ বাইরে এসে সড়কে আশ্রয় নেন।
বাংলাদেশ সময়:১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১