কলকাতা: মাওবাদীদের শীর্ষনেতা কিষেণজির মৃত্যু পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে দাবি করলেন মাওবাদীদের সমর্থক কবি ভারভারা রাও।
শুক্রবার বিকালে মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল ভারভারা রাও কলকাতায় বলেন, কিষেণজিকে রাজ্য সরকারের সাথে শান্তিপ্রক্রিয়ার অংশগ্রহণের জন্য ডেকে এনে খুন করা হয়েছে।
এদিন মানবাধিকার সংগঠন এপিডিআর পক্ষ থেকে একটি মিছিল কলকাতার বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মহাকরণের উদ্দেশ্যে যায়। এই মিছিলে ভারভারা রাও সামিল হন।
মিছিলে ভারভারা রাও স্লোগান দেন ‘কিষেণজিকে লাল সেলাম’। কমরেডকে সেলাম দিতে দিতে মিছিল এগিয়ে যায়। ভারভারা রাওয়ের সাথে অন্ধ্রপ্রদেশ থেকে আসা কিষেণজির ভাইজি দীপা কাঁদতে থাকেন।
এরপর কিষেণজির মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে এপিডিঅআরে’র পক্ষ থেকে মহাকরণে মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেওয়া হয়। এদের মধ্যে ছিলেন কবি ভারভারা রাও, দীপা, এপিডিয়ারের সম্পাদক দেবব্রত রায় প্রমুখ।
এদিকে, কিষেণজির লাশ অন্ধ্রপ্রদেশের করিমনগরে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য ভারভারা রাও ও দীপা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবারই ঝাড়গ্রাম হাসপাতাল থেকে তার লাশ মেদিনীপুর হাসপাতালে আনা হয় ময়নাতদন্তের জন্য।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘন্টা, নভেম্বর ২৫, ২০১১