ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইন অমান্য, কলকাতায় গ্রেপ্তার বাম নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১
আইন অমান্য, কলকাতায় গ্রেপ্তার বাম নেতারা

কলকাতা: ভারত সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও রাজ্যে সন্ত্রাসের প্রতিবাদে কলকতায় আইন অমান্য করায় গ্রেপ্তার হলেন বামফ্রন্ট নেতৃবৃন্দসহ সমর্থকরা।

সোমবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।



এদিনে নগরী কেন্দ্রস্থল রানী রাসমনি রোডে সমাবেশের পর আইন আমান্য করে গ্রেপ্তারবরণ করেন রাজ্য বামফ্রন্ট সভাপতি বিমান বসু, সাবেক মন্ত্রী আসীম দাসগুপ্ত, আবদুর রেজ্জাক মোল্লা, আব্দুস সাত্তার, মহম্মদ সেলিম সহ কয়েক হাজার বাম সমর্থক এই কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেপ্তারবরণ করেন।

এদিন কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচিতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, হাওড়া, হুগলি ও নদীয়া জেলা থেকে বহু বামসমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন।

আইন অমান্য কর্মসূচির আগেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে বাম সমর্থকরা রাসমনি রোডে উপস্থিত হন। ফলে দুপুর থেকেই শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বামফ্রন্টের পক্ষ থেকে একই ইস্যুতে আইন অমান্য কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘন্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।