ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দক্ষিণ কলকাতা লোকসভার উপনির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের কারণে বুধবার দক্ষিণ কলকাতা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, এ নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এ কেন্দ্রের অন্তর্গত প্রতিটি স্কুল ও কলেজ মঙ্গলবার ও বুধবার বন্ধ রাখা হয়েছে।

এ কেন্দ্রের অন্তর্গত ৬৩৭টি বুথে বিশেষ নজরদারি করা হচ্ছে। কলকাতা পুলিশের ১৫ হাজার কর্মী ও ২শ’ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৪৬টি স্থানে থাকছে পুলিশ পিকেট।

এছাড়াও ৩৯টি ক্লাস্টার মোবাইল, ১১৮টি সেকটর মোবাইল স্কোয়াড থাকছে।

এ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কসবা, বালিগঞ্জ, বেহালা পূর্ব ও পশ্চিম, রাসবিহারি, ভবানীপুর এবং কলকাতা বন্দর বিধানসভার মোট ১৫ লাখ ৬০ হাজার ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূলের সাবেক পরিবহণমন্ত্রী সুব্রত বক্সীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই’র সর্বভারতীয় সম্পাদক ঋতব্রত ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।