ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় চিনের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন দলাই লামা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১১
কলকাতায় চিনের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন দলাই লামা

কলকাতা: তিব্বতের ধর্মীয় গুরু দলাই লামা বৃহস্পতিবার কলকাতা সফরে এসে চিনের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন।

এদিন তিনি মাদার তেরেসার জন্মবার্ষিকী পালন সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে  কলকাতায় আসেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যপাল এম কে নারায়ণন উপস্থিত ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মা অসুস্থ থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এদিন দালাই লামা বলেন, চিনের কিছু সরকারি আধিকারিক তাকে ‘অশরীরী’ হিসেবে দেখে। তাদের আশঙ্কা দলাই লামা দুই দেশের মধ্যে দূরত্ব বাড়াতে কলকাতায় এসেছে। চিনের হাই কমিশনের অফিসাররা চায় রাজ্যপাল এম কে নারায়ণন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন দলাই লামার মিটিংয়ে অংশ গ্রহণ না করেন।

চিনের এধরনের পদক্ষেপে তিনি বিন্দুমাত্র বিস্মিত নন। তিনি আরও বলেন, এটাই স্বাভাবিক এবং আইন মোতাবেক। তারা আমাকে অশরীরী হিসেবে দেখুক।

উল্লেখ্য,মঙ্গলবার চিনের কনসুলেট রাজ্যের স্বরাষ্ট্র সচিব জ্ঞানদত্ত গৌতমের সঙ্গে দেখা করে দলাই লামার অনুষ্ঠানে উপস্থিত না থাকার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেন। বিশেষত রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে উপস্থিত না থাকার জন্য বিশেষ অনুরোধ করেন।

স্বরাষ্ট্রসচিব তাকে বলেন বৈদেশিক দপ্তরের ছাড়পত্র পাওয়ার পরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা ধর্মীয় অনুষ্ঠান, এতে কে অংশ গ্রহণ করবেন আর করবেন না তা দেখার দায়িত্ব ভারত সরকারের, তার নয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।