কলকাতা: বিদ্যুৎ চুরির অভিযোগে পুলিশের গুলিতে দুই নারীর মৃত্যুর প্রতিবাদে ১২ ঘণ্টার হরতালে আংশিক সাড়া পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে।
শনিবার সকাল ছয়টা থেকে এই হরতাল শুরু হয়েছে।
হরতালে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে। সকাল থেকেই সড়কে যানবাহন চোখে পড়ছে বেশ কম। স্থানীয় স্কুল-কলেজ, অফিস বন্ধ থাকলেও বেশ কিছু দোকান-বাজার খোলা রয়েছে।
নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে জন্য মগরাহাটে বিশাল পুলিশ বাহিনী টহল চালাচ্ছে। সকালে পুলিশ বাহিনী সেখানে রুটমার্চও করে।
এদিকে, গত শুক্রবার তৃণমূল, বাম ও কংগ্রেসের প্রতিনিধি দল মগরাহাটের নৈনান গ্রামে গিয়ে মৃতদের পরিবারের লোকের সঙ্গে দেখা করার পর শনিবার ঘটনাস্থলে যাচ্ছে বিজেপির প্রতিনিধিরা।
ভারতীয় সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১১