কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধি শনিবার ভারতের উত্তর-পূর্বে রাজ্য মনিপুর সফরে এসেছেন।
এদিন তারা বিএসএফের একটি বিশেষ বিমানে করে মনিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছান।
এদিন একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করনে। সিটি কনভেনশন সেন্টার, বিধানসভার সচিবালয়, হাইকোর্টের নতুন ভবন ও বাস টার্মিনাসের উদ্বোধন করেন তিনি। এছাড়াও তিনি মনিপুরের ঐতিহাসিক কাংলা দুর্গে তিনি জনসভা করেন।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ক্রীড়াক্ষেত্রে মনিপুর ব্যাপক উন্নতি করেছে। সেচসেবিত কৃষিরও জন্য অর্থ বরাদ্দ করা হবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে তিনি নির্দেশ দেবেন জানিয়েছেন। প্রয়োজনে জাপানের সাহায্য নেওয়া হবে বলে জানান তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্যাকেজের কথাও এদিন তিনি বলেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মনিপুরে। এই সফরের বিরোধীতায় জঙ্গী গোষ্ঠীর ডাকে হরতাল চলেছে। মনিপুরে জনজীবন বিপর্যস্ত। গত বুধবার ইম্ফলে বোমা বিস্ফোরণে ১ রিক্সাওয়ালার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘন্টা, ডিসেম্বর ৩, ২০১১