ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দ. কলকাতা লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী তৃণমূল

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১১

কলকাতা: প্রত্যাশামতোই দক্ষিণ কলকাতা লোকসভা উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সাবেক পরিবহনমন্ত্রী সুব্রত বক্সি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ লোকসভা কেন্দ্রটি থেকে পদত্যাগ করায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।



রোববার সকাল থেকেই প্রতিটি রাউন্ডের ভোট গণনায় তৃণমূল প্রার্থী বিপুল ভোটে ব্যবধান বাড়াতে থাকেন। ভোট গণনা শেষে দেখা যায় সুব্রত বক্সী সিপিআইএম’র ঋতব্রত ব্যানার্জিকে প্রায় ২ লাখ ৩০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। গত লোকসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাবধান থেকেও তা বেশি।

উল্লেখ্য, ২০০৯ লোকসভা ভোটে এ কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি ২ লাখ ১৯ হাজারের সামান্য বেশি ভোটে জিতেছিলেন। সেবার ভোটের হার ছিল প্রায় ৭০ শতাংশ। কিন্তু এবছর ভোট পড়ে ৫২ শতাংশ। কিন্তু তা সত্ত্বেও সুব্রত বক্সী বেশি ব্যবধানে জয়ী হয়েছেন।

তিনি ভোট পেয়েছেন ৫ লাখ ১৬ হাজার ৬শ’ ৬২টি ভোট। অন্যদিকে সিপিআইএম’র ঋতব্রত ব্যানার্জি পেয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫শ ৮১টি ভোট।

এদিন এ জয়কে মা-মাটি-মানুষের জয় বলে সুব্রত বক্সী বলেন, দলের নেত্রী মমতা ব্যানার্জির কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই তার প্রধান কাজ হবে।

দক্ষিণ কলকাতা লোকসভা উপ-নির্বাচনের জয়কে ‘গণতন্ত্রের জয়’ বলে এদিন উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী।

তিনি এদিন বলেন, ২০০৯ লোকসভা ভোটে দলের আসন আরও বাড়তো। উপযুক্ত নিরাপত্তা ছিল না। তাছাড়া বিজেপি ভোট কাটাকাটিতে প্রভাব পড়েছিল।

পাশাপাশি সিপিএমের সমলোচনা করে তিনি বলেন, যতদিন যাবে সিপিএম তত তলানিতে যাবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।