কলকাতা: খোদ রাজ্যের মন্ত্রী এবার সরকারের অবস্থা দিশাহীন বলে মন্তব্য করেছেন।
শনিবার মুর্শিদাবাদে একথা বলেন ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী কংগ্রেসের মনোজ চক্রবর্তী।
এদিন বহরমপুর শহরে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও বদল হয়নি সিস্টেমের। এ সরকারের দায়িত্বশীল মন্ত্রী হিসাবেই একথা বলছি। বর্তমান সরকারের কোনও দিশা নেই।
মন্ত্রী এদিন বলেন, ৩৪ বছরের বাম শাসন থেকে মানুষ মুক্তি চেয়েছিল। মানুষের দাবিকে সম্মান জানাতে কংগ্রেস নিজেদের স্বার্থ কুরবানি দিয়ে ৬২টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে আমরা ৪৩টি আসনে জয়ী হয়েছি। একথা মনে রাখতে হবে সরকারকে।
তিনি আরও বলেন, ইউপিএ-১ যখন সিপিএম ছিল, তখন তারা মনে করতো তারাই সরকারের প্রাণভোমরা। একদিন তারা সরকার থেকে বেরিয়ে এল। আজ তাদের এই হাল। তৃণমূলও এখন একই কথা বলছে। সরকার থেকে বেরিয়ে আসার হুমকি দিচ্ছে। একবার বেরিয়ে দেখুক, ওদের অবস্থা সিপিএমের মতো হবে।
মনোজ আরও বলেন, এই সরকারেরর কোনও পরিকল্পনা নেই। দল পাঠিয়েছে তাই মন্ত্রী হয়েছি। যেদিন দল বলবে চলে আসতে, সেদিন ছেঁড়া চটির মতোই এই সরকার ছেড়ে চলে আসব।
এদিকে মন্ত্রীর এ কথায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে জেলা তৃণমূলের অন্দরে।
রোববার তৃণমূলের যুব নেতা বরুন দত্ত পাল্টা বলেন, আমরা মনে করি উনি মা-মাটি-মানুষের সরকারের একজন শরিক। সরকারের মন্ত্রী সভার সদস্য। ফলে সরকারবিরোধী কথা বলার আগে ওনার আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১