কলকাতা: বামফ্রন্ট আমলের ভেঙে পড়া সরকারি চিকিৎসা পরিষেবাকে সঠিক মানে পৌঁছাতে এবার উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান অবস্থা ও উন্নয়ন নিয়ে আলোচনার জন্য সোমবার তিনি এক জরুরি বৈঠক করেন।
বৈঠকে তিনি স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য কতগুলো নির্দেশ দেন। রুগীদের সঙ্গে সৌহার্দ্য রেখে পরিষেবা দেওয়ার কথা বলেন চিকিৎসক ও নার্সদের । অন্যথায় কড়া শাস্তির কথাও তিনি বলেন।
তিনি বলেন, চিকিৎসা পরিষেবায় নিয়োজিত সবাইকে মানবিক ও দায়বদ্ধ হতে হবে। সর্বভারতীয় স্তরে চিকিৎসকদের দিয়ে রুগীদের সেবা করাতে হবে।
তিনি আরও বলেন, কাজে অবহেলা করা চলবে না, সে সুপারই হন বা গ্রুপ-ডি স্টাফই হন।
হাসপাতালগুলোতে কম খরচে যাতে ওষুধ পাওয়া যায়, তার জন্য লো কস্ট দোকানের ব্যবস্থা করা হবে। প্রথমে আরজি কর এবং মেডিক্যাল কলেজে এর ব্যবস্থা করা হবে। পরে অন্য হাসপাতালে এ ব্যবস্থা করা হবে। এছাড়া দালালচক্রকে বাড়তে দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মহাকরণে দুপুর ১টা নাগাদ এ বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১