আগরতলা (ত্রিপুরা) : ভারতের মিজোরাম রাজ্য থেকে আবার রিয়াং শরণার্থীরা প্রতিবেশী ত্রিপুরায় পাড়ি জমাচ্ছে। গত কিছু দিন ধরে ত্রিপুরার দামছড়ায় নতুন করে ৭-৮ টি পরিবার আশ্রয় নিয়েছেন।
যদিও শরণার্থীরা বলছেন, আসামে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য তারা পালিয়ে এসেছেন। কিন্তু স্থানীয় সূত্রের খবর, মিজোরাম থেকেই তারা পালিয়ে এসেছেন। মিজোরামে প্রত্যাবর্তনের পর যথাযথ পুনর্বাসন না পেয়ে তারা পালিয়ে এসেছে।
এদিকে, ঘটনার সত্যাসত্য খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
প্রায় ১৫ বছর আগে জাতিগত সংঘর্ষে মিজোরাম থেকে পালিয়ে এসে রাজ্যে আশ্রয় নেন রিয়াং সম্প্রদায়ের মানুষরা। কাঞ্চনপুরের ছয়টি কাম্পে তারা থাকছে। এখন তাদের সংখ্যা প্রায় ৩০ হাজার। শরণার্থীর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তারা।
বারবার এদের ফিরিয়ে নেওয়ার কথা হলেও কাজের কাজ কিছুই হয়নি। যারা পুনর্বাসনের জন্য ফিরে গিয়েছিলেন তারাও আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন মিজোরাম থেকে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১