ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের আইটি সেক্টরে ৮০০ কোটি রুপি বিনিয়োগ উইপ্রোর

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের আইটি সেক্টরে প্রায় ৮০০ কোটির রুপি বিনিয়োগ করতে চলেছে ভারতের বিখ্যাত উইপ্রো।

উইপ্রোর চেয়ারম্যান আজিম প্রেমজির সঙ্গে বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অর্থমন্ত্রী অমিত মিত্রের বৈঠক হয় এ বিষয়ে।



বৈঠক শেষে অমিত মিত্র বলেন, খুব দ্রুতই কলকাতার রাজারহাটে ২য় ইউনিটের কাজ শুরু করবে উইপ্রো। এতে ৭০০-৮০০ কোটি রুপি বিনিয়োগের সুযোগ রয়েছে। ১৫ হাজার যুবক-যুবতীর কাজের সুযোগ হবে।

তিনি বলেন, নতুন সরকারের জমি নীতি অনুযায়ী জমি অধিগ্রহণ করে ফেলে রাখা যাবে না। দ্রুত কাজ শুরু করতে হবে। উইপ্রোর চেয়ারম্যান যখন এসেছেন তখন এমনি আসেননি।

উল্লেখ্য, সাবেক বামফ্রন্ট সরকারের সময় উইপ্রোকে তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার জন্য ৫০ একর জমি রাজারহাটে দেওয়া হয়েছিল। তার দাম নির্ধারিত হয় ৭৫ কোটি রুপি। তার মধ্যে ১৯ কোটি রুপি তারা দিয়েছে। বাকি টাকা তারা এখনও দেয়নি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।