ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নীতিতে সরকারের সিদ্ধান্ত সঠিক:প্রণব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১১

কলকাতা: খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির নীতিতে সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে কংগ্রেস সাংসদের এক ঘরোয়া বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বিরোধী এবং শরিকি দলের চাপে সরকার আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয়েছে।

কারণ সরকার চায় না এই মুহূর্তে দেশে অকাল লোকসভা নির্বাচন হোক।

তিনি বলেন, বিদেশি কোম্পানি যেমন ওয়াল-মার্ট এবং টেস্কোর মত সংস্থাগুলোর কাছে খুচরো ব্যবসায় সরকারের ৫১ শতাংশ লগ্নির সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু শরিকি ও বিরোধী দলের চাপেই সরকার আপাতত সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। তবে আগামী লোকসভা নির্বাচনের পর বিষয়টি নিয়ে ফের সোচ্চার হবে কংগ্রেস।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিদেশি বিনিয়োগে নীতিতে প্রথম থেকেই সোচ্চার হয়েছিল ইউপিএ জোট শরিকের অন্যতম তৃণমূল। বিজেপি ও বাম দলগুলোও কেন্দ্রের এ সিদ্ধান্তে সংসদ অচল করে রাখে গত কয়েকদিন। এ অবস্থায় ভোটাভুটিতে গেলে সরকার পরাজিত হতেও পারতো। যদিও এতে সরকার পড়ার কোনও ভয় ছিল না।

কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়তেই পারত। এই অবস্থায় তাই বাধ্য হয়েই নিজেদের সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসল সরকার।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।