কলকাতা: ‘আমি মারা যাব, প্লিজ আমাকে বাঁচাও’ সেলফোনের শেষ এই কথাটি শুনে ছিলেন মৃত মুনমুন দাসের(৩৬) স্বামী সমীর।
এমআরআই হাসপাতালের পুড়ে যাওয়া ভবনটির দিকে তাকিয়ে চোখের পানী মুছে বাংলানিউজকে বলছিলেন তিনি।
তিনি বলেন, পায়ের অ্যাঙ্কেলের চোট নিয়ে সাত তলার অর্থপেডিক রুমে চিকিৎসাধীন ছিল মুনমুন। আমাকে গভীর রাতে ফোন করে জানায় হাসপাতালে আগুন লেগেছে। ধোঁয়ায় শ্বাস নিতে পারছে না। ঘরের মধ্যে ধোঁয়া ক্রমশই গ্রাস করে নিচ্ছে। আমি নিশ্বাস নিতে পারছি না। এর পরই তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
দুই সন্তানের পিতা সমীর দাস এখন কী করবেন তা জানেন না। বললেন, গভীর রাত থেকেই হাসপাতালটিতে আগুন লাগে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ সময়মত কোনও ব্যবস্থাই নিতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘন্টা, ডিসেম্বর ৯, ২০১১