ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাসপাতালের অগ্নিকাণ্ডে রাজ্য জুড়ে শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১
হাসপাতালের অগ্নিকাণ্ডে রাজ্য জুড়ে শোক

কলকাতা: কলতাতার বেসরকারি এএমআরআই হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে কলকাতা সহ রাজ্যের সর্বত্র শনিবার পালিত হল শোক দিবস।

এদিন রাজ্যের সর্বত্র শাসকদল তৃণমুলের পক্ষ থেকে সর্বত্র কালো পতাকা ও শহীদবেদী স্থাপন করে শোক পালন হয়।

রাজ্য সরকারের নির্ধারিত সব অনুষ্ঠান বাতিল করা হয়।

রাজ্যের বিরোধী জোট বামফ্রন্টের পক্ষ থেকে এদিনটি শোক দিবস রূপে পালন করার ঘোষণা দিয়েছিলেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। তাদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিকদের উদ্যোগে নিহতদের স্মৃতি মোমবাতি প্রজ্জলন করা হয়েছে ।

কলকাতায় গোলপার্ক থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি মৌন মিছিল ঢাকুরিয়ায় এএমআরআই হাসপাতালে সামনে এসে শ্রদ্ধা জানায়। এই মিছিলে অসংখ্য সাধারণ মানুষ, চিকিৎসক ও নার্সরা অংশ নেন। মিছিল থেকে দাবি তোলা হয় অবিলম্বে রাজ্য সরকার এএমআরআই হাসপাতালকে অধিগ্রহণ করুক।

এদিকে, এদিন রাতে হঠাৎ করেই উত্তেজনা ছড়ায় পরিত্যক্ত হাসপাতাল চত্তরে। একটি মিনি ট্রাকে করে নিহত শিশুদের লাশ পলিথিন প্যাকেটে করে পাচার করার গুজব ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসীন্দারা এসে হাসপাতালে গাড়িটিকে আটকায়।

পুলিশ অভিযোগ অস্বীকার করলে, স্থানীয় বাসিন্দারা তা না মেনে বিক্ষোভ দেখাতে থাকে। শুরু হয় বচসা। উত্তেজিত জনতাকে সরিয়ে দিতে পুলিশ লাঠি চার্জ করে। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। চলে ধাওয়া, পাল্টা ধাওয়া।

অবশেষে সংবাদমাধ্যমের সামনে পলিথিন প্যাকেট গুলি খোলা হয়, দেখা যায় বেইজমেন্টের ভিতরে থাকা পুড়ে যাওয়া কাগজপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই পরিস্থিতি শান্ত হয়।

ভারতীয় সময়: ০১১৫ ঘন্টা, ডিসেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।