ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কী করে সংসার চলবে তা নিয়ে চিন্তায় এএমআরআই হাসপাতালের কর্মীরা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৫, ডিসেম্বর ১২, ২০১১

কলকাতা : অগ্নিকাণ্ডের ঘটনায় বাতিল হয়ে গেছে হাসপাতালের অনুমোদন। কার্যত অভিভাবকহীন এখন এএমআরআই হাসপাতালের কর্মীরা।

কী করে সংসার চালাবেন তারা এখন তাই বুঝতে পারছেন না।

শুক্রবার অগ্নিকাণ্ডের পর রোগীদের পরিবারের লোকেরা যখন হাসপাতালে তাদের একের পর এক প্রশ্ন করে চলেছেন তখনও কর্তৃপক্ষের অনুপস্থিতিতে তারা নির্বিবাদে সব অভাব-অভিযোগ মুখ বুজে সহ্য করেছেন। আর এখন তারাই কার্যত কর্মহীন হয়ে পড়েছেন।

হাসপাতালের কর্মী রামকৃষ্ণ ঘোষ বাংলানিউজকে বলেন, এই পরিস্থিতিতে কী বলবো? হাসপাতালের আধিকারিকদের নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কিন্তু, এই অপেক্ষা কতদিনের তা কেউ বলতে পারছেন না। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, সবই তো হলো! কিন্তু কর্তৃপক্ষের দোষে এতগুলো মানুষের চাকরি চলে গেল সেটা কে বলবে? তাদের নিয়ে তো কারোর মাথা ব্যথা নেই।

ঢাকুরিয়ার অভিশপ্ত হাসপাতালে শুক্রবারই রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন বাতিল হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এর ফলে, যে কোনো দিন বন্ধ হতে পারে সল্টলেক, মুকুন্দপুরের এএমআরআইয়ের অন্য দুটি শাখাও।

মুকুন্দপুরের হাসপাতালের কর্মী মুকুল ঘোষ বাংলানিউজকে বলেন, সব মালিকরাই গ্রেফতার হয়েছেন। এখন আমাদের কী হবে? ওই ঘটনার পর থেকেই অনেক কর্মীই ভয়ে হাসপাতালের কাজে আর আসছেন না। কীভাবে আমাদের সংসার চলবে , তা তো কেউ বলছে না।

বাংলাদেশ সময় : ০৩১০ ঘন্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।