কলকাতা: কলাকাতার এমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে নিহতদের উদ্দেশ্যে স্মরণ সভার আয়োজন করা হয়।
কলকাতা পুলিশের তরফে নিহতদের উদ্দেশ্যে প্রদান করা হয় গান সেলুট।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, মর্মান্তিক এই পরিস্থিতি আর যেন কখনই না আসে। সেদিন নিজেদের জীবন বিপন্ন করে যারা বহু রোগীদের বাঁচিয়ে ছিলেন, এমন ৩৬ জনকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সংবর্ধনা। তুলে দেওয়া হবে পুরস্কার।
তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত পরিবার পিছু ৩ লাখ ও প্রধানমন্ত্রীর তরফ থেকে ২ লাখ রুপি সাহায্য দেওয়া হবে। একই সঙ্গে নিহত পরিবার পিছু একজনকে রাজ্য সরকার চাকরি দেওয়ার ব্যবস্থা করবে।
এদিকে গত শুক্রবারের অগ্নিকাণ্ডে মৃত্যুর মিছিল আর থামছে না। এদিন এসএসকেএম হাসপাতালে মারা যান সুপ্রিয় গুহ। তার বাড়ি বাঁকুড়ায়। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১