ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উৎসব ১৬ই থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, ডিসেম্বর ১৩, ২০১১

কলকাতা‍: বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে আগামী ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে বাংলাদেশ উৎসব ২০১১। মঙ্গলবার উপ হাইকমিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।



তিনি বলেন, উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিস্কার শওকত আলি। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ফরিদা পারভিন, খায়রুল আনাম শাকিল, ফাহমিদা নবী. আইয়ুব বাচ্চু, এলআরবি ব্যান্ড , কুষ্টিয়ার লালন একাডেমী। কলকাতার হৈমন্তী শুক্লা, শ্রাবনী সেন, লোপামুদ্রা মিত্র প্রমুখ।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, এবার মেলায় ৩০টি স্টল থাকছে। বাংলাদেশের ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, হস্ত ও কুটির শিল্প, সিরামিক ও মেলামাইন এর সঙ্গে  পাওয়া যাবে খিচুড়ি-ইলিশ, কাচ্চি বিরিয়ানি, পিঠা সন্দেশ। থাকছে পদ্মার তাজা ইলিশ।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। ২০ রুপির বিনিময়ে মেলায় প্রবেশ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘন্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।