কলকাতা: এএমআরআই হাসপাতালের ভয়াবহ অগ্নিকান্ডের সময় উদ্ধারকারী ঢাকুরিয়ার পঞ্চানন তলার বস্তির স্থানীয় যুবকদের সংবর্ধনা দিল রাজ্য সরকার মঙ্গলবার।
এদিন দক্ষিণ কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে কলকাতা পুলিশের আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন অজয় দত্ত, বাপন মন্ডল, ভোলা লোধ, অমিত পাইক, রাজু ময়রাসহ ৬৬ জনকে পাঁচ হাজার রূপি করে অর্থ ও প্রশংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
তিনি ঘোষণা করেন,এই সাহসীকতার জন্য তাদের গ্রীনপুলিশে চাকরি দেওয়া হবে। এদিন এই যুবকরা ছাড়া কলকাতা পুলিশের কয়েকজন কর্মী, সাধারণ নাগরিক ও কলকাতা মেয়র শোভন চ্যাটার্জিকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, সরকার পুলিশকে সব রকমের সাহায্য করবে। তবে পুলিশকে লাঠি, গুলি না চালিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরিস্থিতি আয়ত্বে আনতে হবে।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় মঙ্গলবার আরও দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এরা হলেন এএমআরআই হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সত্যব্রত উপাধ্যায় ও সিনিয়র জেনারেল ম্যানেজার সঞ্জীব পাল।
এদিন ভোরে তাদেরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এদিন দুপুরে আলিপুর আদালতে তোলা হলে অভিযুক্তদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় এ নিয়ে মোট আটজনকে গ্রেফতার করা হল। অন্য একজন পুলিশি প্রহরায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সময়: ২৩২৩ ঘন্টা, ডিসেম্বর ১৩, ২০১১