ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিকিমে সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১
সিকিমে সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত

কলকাতা: ভারতের উত্তর-পূর্বে পাহাড়ি রাজ্য সিকিম যাওয়ার পথে পর্যটকবাহী একটি ট্রেকার ভ্যানখাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ঘটা এই গুরুতর দুর্ঘটনায় আহত হয়েছেন শুভম নামের এক তেরো বছরের কিশোরসহ চারজন।

নিখোঁজ রয়েছেন আরও একজন।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টা নাগাদ মঙ্গম থেকে সিকিম যাওয়ার পথে ডিকচুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ার কারণে উদ্ধারকাজে অসুবিধা হয়।

উত্তর সিকিমের জেলাশাসক ৬ পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও সোনারপুর এলাকার বাসিন্দা।

সোনারপুরের বাসিন্দা অসিত সরকার এবং তার পরিবার ছিলেন এই পর্যটকের মধ্যে। এর ফলে আহত হন অসিত সরকার।

পরে সকালে তিনি বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবর জানান। অনেক লাশ সামনে পড়েছিল বলেও জানান তিনি।

ট্রেকারে ছিলেন বারুইপুরের বাসিন্দা তাপস চক্রবর্তীর পরিবারও। এখনও খোঁজ মেলেনি তাদের।

 রাজ্য সরকারের পক্ষ থেকে লাশগুলো ফিরিয়ে আনার জন্য সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু যে সড়কে গাড়িটি যাচ্ছিল তা অত্যন্ত দুর্গম এবং কুয়াশায় ঢাকা। তা সত্বেও গাড়িটি কেন বিপদের ঝুঁকি নিয়ে ওই পথে যাচ্ছিল সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।