কলকাতা: রাজারহাট নিউটাউনে বৃহম্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২০ একর জমিতে আলিয়া বিশ্ববিদ্যালয় হবে।
তিনি ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের নাম আলিয়া(এম) বিশ্ববিদ্যালয় হবে। ‘এম’ মানে মাদ্রাসা।
উল্লেখ্য, সাবেক বামফ্রন্ট সরকার আলিয়া বিশ্ববিদ্যালয় নাম দিয়েছিল।
তিনি আরও বলেন, আগামী দিনে ১০ লাখ ছেলেমেয়েকে স্কলারশিপ দেব। ১০ হাজার মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হবে। সংখ্যালঘু ছেলেমেয়েদের ট্রেনিং দেওয়া হবে। এছাড়া ওয়াক্ফ বোর্ডের জমি সংক্রান্ত সমস্যায় যারা যুক্ত, তাদের শাস্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১