কলকাতা: অকালেই শেষ হয়ে গেল অমিত মাকালের জীবন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের সংগ্রামপুরের বিষমদ কেড়ে নিল বৃহস্পতিবার রাতে ১২ বছরের অমিতের প্রাণও।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালের অসুস্থদের মাঝে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়েছিল একটি শিশুর মুখ। সারি সারি রাখার লাশের পাশে। চিকিৎসা চলছিল তারও। জানা গেল, বিষাক্ত মদে অসুস্থ হয়ে পড়েছে ওই শিশুটি।
নাম-ঠিকানা জিজ্ঞাসা করায় বলেছিল, ‘আমার নাম অমিত মাকাল। বাবা কার্তিক মাকাল। ’
মন্দিরবাজার থানা এলাকার ভাড়িউড়ানের বাসিন্দা অমিতও বিষমদ পান করে অসুস্থ হয়ে পড়ে। কখনও স্কুলের মুখ না দেখা অমিত মাছ ধরে দিন কাটায়।
পাশেই ছিলেন ওর বাবা কার্তিক মাকাল। বলছিলেন, সম্পর্কিত ঠাকুর্দা সন্ন্যাসী মাকালের সঙ্গে ছেলেটা মাঝেমধ্যেই চোলাই খেতে যেত। মঙ্গলবার বিকেলেও গিয়েছিল। সন্ধ্যাবেলা ছেলেটার মাথা ঘুরছিল। গা বমিবমি করছিল। বদহজম ভেবে গা করিনি। পরে বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে নিয়ে আসা।
চিকিৎসকরা জানিয়েছিলেন, সঙ্কটজনক অবস্থা কাটিয়ে উঠতে পারেনি অমিত। জীবন-মরণ যুদ্ধে শেষমেশ হেরেই গেল অমিত।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘন্টা, ডিসেম্বর ১৬, ২০১১