কলকাতা: এবার পদ্মার ভাঙনের কবলে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিপিও। এই নিয়ে ৫ বার ভাঙনের কারণে ভারত-বাংলাদেশে সীমান্তের লালগোলার বয়রা অঞ্চলের বিপিও সরানো হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নয়া ব্লকের এই এলাকায় মাস খানেক আগে প্রায় ৫০টির মতো বসত বাড়ি চলে গেছে পদ্মার ভাঙনে।
প্রশাসনের পক্ষে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে সাধারণ মানুষের অভিযোগ।
গত ৩ দিনে এই এলাকার প্রায় ৩০০ মিটার লম্বা ধসে তলিয়ে গেছে। কয়েকশো একর কৃষি জমিও চলে গেছে।
তবে এবারের ভাঙনের থেকে মাত্র ১০ মিটার দূরত্বে বয়রা এলাকার বিএসএফের বিপিও। এই বিপিওতে ৪০ জন জওয়ান থাকেন। ভাঙনের যে গতি যে কোনো মুহূর্তে পদ্মার গর্ভে চলে যেতে পারে এই বিপিও।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১