আগরতলা (ত্রিপুরা): আজ স্বাধীন বাংলাদেশের জন্মিদিন। বাংলাদেশে যেমন উৎসবের আনন্দে দিনটি পালিত হচ্ছে তেমনি ত্রিপুরাতেও এই উপলক্ষে হচ্ছে নানান কর্মসূচি।
এ দিন কুয়াশা ভেজা ভোরে আগরতলার বাংলাদেশ ভিসা অফিসে জাতীয় পতাকা তোলেন প্রথম ভিসা অফিসার আবু তাহের মণ্ডল। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। বাংলাদেশ ভিসা অফিসের লোকজন ছাড়াও ছিলেন অনান্য লোকজনও।
এ দিন সকাল নয়টায় বিজয় দিবস উপলক্ষে আগরতলার প্রাণকেন্দ্র পোস্টঅফিস চৌমুহনী এলাকায় বিজয় স্মারকে হয়েছে শহীদ স্মরণ অনুষ্ঠান। এখনে ৭১’র যুদ্ধে শহীদ হওয়া সেনাদের স্মরণ করেন আগরতলাবাসী। ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা দেন শোক সেলামী। এই অনুষ্ঠানে রাজ্যপাল ডি ওয়াই পাতিল এবং বিজ্ঞান ও প্রজুক্তি মন্ত্রী জয়গোবিন্দ দেবরায় উপস্থিত ছিলেন।
পোস্টঅফিস চৌমুহনীতে মুক্তি যুদ্ধের স্মারক হিসাবে ঐ যুদ্ধে ব্যবহৃত দুটি কামান রাখা আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয় দিবস উপলক্ষে হচ্ছে বিভিন্ন কর্মসূচি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১