ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শুক্রবার বিজয় দিবস উদযাপিত হয়েছে।
নয়াদিল্লি থেকে হাইকমিশনের একজন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানান।
বিজয় দিবস উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে সকালে হাইকমিশনার তারিক আহমেদ করিম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় বিজয় দিবস উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
পরে স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ১৫ আগস্টে নিহত এবং দেশও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বিজয় দিবসে হাইকমিশন প্রাঙ্গণে ব্যাটমিন্টন ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাইকমিশনার এর উদ্বোধন করেন।
শুক্রবার বিকেলে হাইকমিশনের মৈত্রী মিলনায়নে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’ প্রর্দর্শিত হয়। নয়াদিল্লিতে কর্মরত অন্যান্য কয়েকটি দেশের কূটনীতিকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১