কলকাতা: ২০১৫ সালের মধ্যে ভারতের বাংলা ভাষায় সংবাদপত্র শিল্পের বাজার ৮শ কোটি রুপিতে পৌঁছাবে বলে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এক প্রতিবেদনে জানিয়েছে ।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে প্রথম শ্রেণীর সংবাদপত্রগুলির ক্ষেত্রে পাঠক সংখ্যা উল্লেখজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চলতি বছরে পশ্চিমবঙ্গের সমগ্র প্রিন্ট ইন্ডাস্ট্রি ৯০০ কোটি রুপিতে পৌঁছাবে। যার মধ্যে ৬০ শতাংশই বাংলা সংবাদমাধ্যম।
বাংলা সংবাদপত্রের মূল্য হচ্ছে ৫শ ৫০ কোটি রুপি। সেখানে ইংরেজি সংবাদপত্রের মূল্য হচ্ছে ৩শ ৫০ কোটি রুপি। বাংলা ও ইংরেজি মিলিয়ে সংবাদপত্রের পাঠক সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে।
ভারতীয় সময়: ১৭০০ ঘন্টা, ডিসেম্বর ১৭, ২০১১