কলকাতা: গভীর শ্রদ্ধার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মা গায়িত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হল শনিবার দুপুরে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
এই কদিন তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা (ভেন্টিলেশনে) হয়েছিল। নেফ্রোলজি বিভাগের প্রধান রাজেন্দ্রনাথ পাণ্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। খবর পেয়ে রাতেই নয়াদিল্লি থেকে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী মমতা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণেই গায়ত্রী দেবীর মৃত্যু হয়েছে।
গায়ত্রী দেবীর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরই পিজি হাসপাতালে তৃণমূল নেতা-কর্মীদের ঢল নামে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনেও নেমে আসে শোকের ছায়া।
তবে মুখ্যমন্ত্রী নিজে এদিন হাসপাতালে আসেননি। বেলা এগারোটায় পরিবারের অন্যান্য সদস্য এবং তৃণমূল নেতাদের উপস্থিতিতে পিজি হাসপাতাল থেকে গায়ত্রীদেবীর মরদেহ বের করে কালীঘাটের বাসভবনে নিয়ে যাওয়া হয়।
বিরোধী বামফ্রন্টের পক্ষ থেকে ফ্রন্ট সভাপতি বিমান বসু, রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ও ফরোয়ার্ড ব্লকের প্রবীণ নেতা অশোক ঘোষ মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সমবদেনা জানান।
শেষ শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই সম্পন্ন হয় শেষকৃত্য।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘন্টা, ডিসেম্বর ১৭, ২০১১