ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চলচ্চিত্র শিল্পের কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে অচল টলিউড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

কলকাতাঃ চলচ্চিত্র শিল্পের কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে কলকাতার টলিউডে। রোববার থেকেই বন্ধ হয়ে গেছে বেশ কিছু সিনেমা ও টেলিভিশন ধারাবাহিকের শ্যুটিং।



অচলাবস্থা কাটাতে সোমবার চলচ্চিত্র কর্মীরা নিজেদের মধ্যে বৈঠকের পর প্রযোজকদের সঙ্গেও বৈঠকে বসছেন।

কর্মচারিদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযোজকরা বহু টাকা লাভের মুখ দেখলেও গত সাড়ে চার বছর কর্মীদের বেতন বাড়েনি। তারা বেশ কিছুদিন ধরে ৪০ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানাতে থাকে। এই বিষয়ে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন (ইমপা) কোনো উদ্যোগ না নেওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তাদের দাবি মানা হলেই টলিউডে স্বাভাবিক কাজকর্ম হবে বলে তারা দাবি করেছেন।

এদিকে সিনেমা ও ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হওয়ায় প্রতিদিন ইন্ডাস্ট্রির প্রায় ৫০ লাখ রুপি করে ক্ষতি হচ্ছে বলে প্রযোজকদের মত।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।