ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাশিয়ায় নিষিদ্ধ হতে চলেছে হিন্দু ধর্মগ্রন্থ ‘গীতা’!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১
রাশিয়ায় নিষিদ্ধ হতে চলেছে হিন্দু ধর্মগ্রন্থ ‘গীতা’!

কলকাতা: সাবেক কমিউনিস্ট সরকার যা করেনি, এবার গণতান্ত্রিক রাশিয়ায় নিষিদ্ধ হতে চলেছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ‘ভাগবত গীতা’।

ধর্মগ্রন্থটির কিছু অংশে রয়েছে ‘উগ্রত্ববাদ’।

এই অভিযোগ তুলে সাইবেরিয়ার টোমাস্ক শহরের একটি আদালত সোমবার চূড়ান্ত রায় দিতে চলেছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, রাশিয়ান ভাষায় বইটির অনুবাদকের কাজ করেছেন ইসকনের প্রতিষ্ঠাতা এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপদ।

গত জুন মাসেই বইটি সম্পর্কে আদালতে অভিযোগ জমা পড়ে। বইটি ‘সমাজে মতভেদ’ তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত কয়েক মাস ধরে আদালতে মামলা চলে। ‘ভাগবত গীতার’ হয়ে আদালতে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেনি ইসকন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মস্কোতে প্রায় ১৫ হাজার ভারতীয় বসবাস করে। এর মধ্যে প্রচুর ভারতীয় ইসকনের সঙ্গে যুক্ত। গোটা বিষয়টি কূটনৈতিক স্তরে মিটিয়ে ফেলার জন্য ইসকনের তরফ থেকে চেষ্টা চালানো হয়। এমনকি বিষয়টি রাশিয়ায় সফরকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নজরেও আনা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।