কলকাতা: আবার স্বমহিমায় ফিরে এলো দার্জিলিয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। উন্নয়ন হচ্ছে না অভিযোগ তুলে দার্জিলিংয়ের রাজ্য সরকারের আয়োজিত পর্যটন উৎসব বয়কটের ডাক দিয়েছে মোর্চা।
মঙ্গলবার মোর্চার সভাপতি বিমল গুরুং বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী পাহাড়ে উন্নয়নের কাজ এগোচ্ছে না, তাই তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। পাহাড়ে পর্যটন উৎসব মঙ্গলবার শুরু হলেও তাতে অংশ নিচ্ছে না মোর্চা।
এদিন তিনি বলেন, কথা বেশি হচ্ছে, কাজ হচ্ছে না। তাই তারা অন্যভাবে অন্দোলনের পথে যেতে চাইছেন।
জানা গেছে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) কাজ এগোচ্ছে না। এছাড়া উন্নয়নের কোনো কাজ ঠিক মতো না চলায় ক্ষুব্ধ মোর্চার সদস্যরা।
কলকাতার রাজনৈতিক মহল দাবি করছে, দীর্ঘসময় প্রচারে না আসায় মোর্চার আন্দোলন কিছুটা থিতিয়ে গেছে সেটিকে চাঙা করতে বিমল গুরুং-রোশন গিরিরা এই পদক্ষেপ নিচ্ছে।
এদিকে, এদিন এই উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলিউডের নায়িকা জীনাত আমান ও মহিমা চৌধুরীর।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১১