ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রামকৃষ্ণ মিশনের প্রধান অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজ হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, ডিসেম্বর ২১, ২০১১

কলকাতা: রামকৃষ্ণ মিশন বেলুর মঠের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি কিডনি সমস্যার জন্য রোববার মিশন পরিচালিত কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি হন।

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

বুধবার তার অপারেশন করা হবে। চিকিৎসক কল্যাণ সরকারের নেতৃত্বে চিকিৎসকরা তার অপারেশন করবেন। তার বিভিন্ন শারিরীক পরীক্ষা করার পর চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে তার কিডনিতে স্টেন্ট বসানো হয়। সেটির মেয়াদ শেষ হয়ে
যাওয়ায় স্বামী আত্মস্থানন্দ আবার হাসপাতালে ভর্তি হন।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।