ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, ডিসেম্বর ২২, ২০১১
কলকাতায় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

কলকাতা:  শিশু-কিশোর অ্যাকাদেমি আয়োজিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বুধবার সন্ধ্যায় কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে।

এই উৎসবে বিশ্বে বিভিন্ন দেশের ১৬৭টি শিশু চলচ্চিত্র দেখান হবে।

এদিন উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিশু অভিনেতা পার্থ গুপ্তের ‘স্ট্যানলি কা ডাব্বা’ ছবিটি দিয়ে এই উৎসবের উদ্বোধন হয়।

বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়, সন্দ্বীপ রায়, তপন সিনহা, ওয়ার্ল্ড ডিজনি, চার্লি চ্যাপলিনের পাশাপাশি ছোটদের তৈরি ছবিও দেখান হবে এতে।

এই উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। শ্যাম বেনেগ্যালের `চরণ দাস চোর` থেকে নিতীশ রায়ের `গোসাই বাগানের ভুত` আছে উৎসবে। এই শিশু চলচ্চিত্র উৎসবের মূল পরিকল্পনায় আছেন অর্পিতা ঘোষ।

এদিন তিনি বলেন, বাচ্চাদের করা ২৭টি ছবি থাকবে। ১৩টি দেশের ছবি দেখান হবে। এর জন্য ব্যয় হবে মোট ৩০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।