কলকাতা: শিশু-কিশোর অ্যাকাদেমি আয়োজিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বুধবার সন্ধ্যায় কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে।
এই উৎসবে বিশ্বে বিভিন্ন দেশের ১৬৭টি শিশু চলচ্চিত্র দেখান হবে।
বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়, সন্দ্বীপ রায়, তপন সিনহা, ওয়ার্ল্ড ডিজনি, চার্লি চ্যাপলিনের পাশাপাশি ছোটদের তৈরি ছবিও দেখান হবে এতে।
এই উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। শ্যাম বেনেগ্যালের `চরণ দাস চোর` থেকে নিতীশ রায়ের `গোসাই বাগানের ভুত` আছে উৎসবে। এই শিশু চলচ্চিত্র উৎসবের মূল পরিকল্পনায় আছেন অর্পিতা ঘোষ।
এদিন তিনি বলেন, বাচ্চাদের করা ২৭টি ছবি থাকবে। ১৩টি দেশের ছবি দেখান হবে। এর জন্য ব্যয় হবে মোট ৩০ লাখ রুপি।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১